রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে এসি মিলানে যোগ দেবেন লুকা মদ্রিচ- গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। ইতালিয়ান সিরি’এর শীর্ষ ক্লাবটিতে নাম লেখালেন মদ্রিচ। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বছরে তৃতীয় কোচ ছাঁটাই
টানা ব্যর্থতা থেকে বের হয়ে আসতে গত ডিসেম্বরে সার্জিও কন্সেইসাওকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় এসি মিলান। তাতে অবশ্য লাভ হয়নি। আটে থেকে ইতালিয়ান সিরিএ’র সবশেষ মৌসুম করেছে এসি মিলান।